সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ জাহিদ হাসান মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনয়ন যুবলীগের সভাপতি নয়। সে যুবলীগের কেউ না। পঞ্চসার ইউনিয়নে যুবলীগের কোন কমিটি নেই। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক এবং সদর উপজেলা যুবলীগের সভাপতি ও সম্পাদক যৌথ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জাহিদ সম্পর্কে তাদের দলের অবস্থান এভাবে ব্যাখ্যা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে কয়েকদিন ধরে সন্ত্রাসী জাহিদকে পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি আখ্যায়িত করে প্রতিবেদন প্রকাশ করায় মুন্সিগঞ্জে সদর উপজেলা যুবলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। সন্ত্রাসী ও চাঁদাবাজ জাহিদের কোন কর্মকান্ড সদর উপজেলা যুবলীগ বহন করেনা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় কিছু চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পঞ্চসার ইউনিয়ন যুবলীগের নাম ব্যবহার করে তাদের হীন স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ পর্যন্ত পঞ্চসার ইউনিয়ন যুবলীগের কোন সম্মেলণ হয়নি। পঞ্চসার ইউনিয়ন যুবলীগের কোন কমিটিও নেই। পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সম্মেলনের তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান এবং সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আফজাল হোসেন।
এদিকে প্রেসবিজ্ঞপ্তিতে শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিকের নাম উল্লেখ না করা হলেও এটা যে প্রথম আলো পত্রিকা সেটা ধরে নেয়া যায়। কারণ জাহিদের অপকর্ম নিয়ে প্রথম আলো ছাড়া আর কোন জাতীয় দৈনিকে সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়নি। প্রথম আলোতে প্রতিবেদন তৈরী সময় জাহিদের বক্তব্য নেয়ার সময় জাহিদ হাসান নিজেকে যুবলীগের সভাপতি দাবী করেন। জাহিদ হাসান তার ইট ও বালুর ব্যবসার পাশে পঞ্চসার ইউনিয়নে যুবলীগের একটি কার্যালয় নির্মাণ করেন। জাহিদ যুবলীগের সভাপতি এই সম্পর্কে প্রতিবেদন প্রকাশের সময় সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি তখন প্রথম আলোর প্রতিবেদককে জানিয়েছেন, জাহিদ পঞ্চসার ইউনিয়ন যুবলীগের স্বঘোষিত সভাপতি। সে কমিটি করে আমাদের কাছে জমা দিয়েছে সেটা আমরা এখনও অনুমোদন করিনি।
এদিকে পঞ্চসার ইউনিয়নের যুবলীগের সভাপতি না হয়েও যুবলীগের কার্যালয় নির্র্মাণ প্রসঙ্গে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান রাজীব জানান, ওই কার্যালয়ের সঙ্গে আমাদের বা যুবলীগের কোন সম্পৃক্ততা নেই। ওটা জাহিদ নির্মাণ করেছিল। তার অপকর্মের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য। প্রশাসন সেই কার্যালয় অপসারণ করেছে। আমরা সেটাকেও সমর্থন করি।
জাহিদ হাসানকে নিয়ে প্রথম আলোতে গত ২৯ জুন ’এক জাহিদের অনেক কীর্তি ’ ও ৪ জুলাই ’বাধের বারটা বাজিয়ে ব্যবসা’ গত ১৩ জুলাই ‘জাহিদের কীর্তি থেমে নেই ও সর্বশেষ ১৫ জুলাই ‘চাদা না দেয়ায় সাংবাদিক অপহরণ তিন দিনেও কেউ গ্রেপ্তার হয়নি’ শীরোনামে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জাহিদের বাধ ক্ষতিগ্রস্ত করে ইট ও বালূর ব্যবসা ও তার নির্মিত যুবলীগের কাযার্লয়টি জেলা প্রশাসন উচ্ছেদ করে। জাহিদকে গ্রেপ্তারে র্যাব ও পুলিশ মাঠে নামে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply