গজারিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা: বখাটে আটক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টার অভিযোগে রুবেল (২৪) নামে এক বখাটেকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ভবেরচর গ্রামে রুবেলকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মেয়েটিকে রেখে তার মা বাইরে যায়। এ সুযোগে প্রতিবেশী রুবেল শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে গেলে রুবেল পালিয়ে যায়।

শনিবার দুপুরে স্থানীয়রা রুবেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply