শ্রীনগরে ড. এ আর খানের স্মরণ সভা

আরিফ হোসেন: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতির্বিজ্ঞানী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সভাপতি ডক্টর আনোয়ারুর রহমান খান (ড. এ আর খান) এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশ টার দিকে ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

সদ্য প্রয়াত ড. এ আর খান একাধারে ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, প্রক্তন ছাত্র-ছাত্রী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। অনুষ্ঠানে প্রক্তন ছাত্র-ছাত্রী সমিতির সহ-সভাপতি ড. এম. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. এ আর খানের ভাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ডিজি আসফাকুর রহমান, কৃষি ব্যাংকের সাবেক ডিএমডি মুক্তিযোদ্ধা মো: জয়নাল আবেদীন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সেলিম হোসেন খান, এ্যাডভোকেট কামরুল হাসান, প্রধান শিক্ষক তৌহিদুর রহমান প্রমূখ।

Leave a Reply