ভলিবল খেলোয়ার নজরুলের স্মরণসভা

শেখ সাইদুর রহমান: বিশিষ্ট ভলিবল খেলোয়ার ও রেফারী নজরুল ইসলাম ব্যাপারীর স্মরণসভা হয়েছে তাঁর নিজ গ্রাম সিরাজদিখান উপজেলার পাথরঘাটায়। শনিবার বিকালে পাথরঘাটা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই স্মরণ সভার আয়োজন করে উদয়ন সমাজ কল্যাণ সমিতি। তিনি গত ১০ এপ্রিল ইন্তেকাল করেন। একই সাথে গ্রামটির আরেক কৃতি সন্তান রূপালী ব্যাংকের কর্মচারী সংসদ সিবিএ সভাপতি এবং বিশিষ্ট ক্রিড়া ও শিক্ষানুরাগী এসএম শাহাদাত হোসেন মোহরের স্মরণসভাও হয়েছে। তিনি গত ৭ মার্চ ইন্তেকাল করেন।

বড় আকারের এই স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী বাবু। সমিতির সভাপতি মাহামুদুল কবির মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের ডিজিএম ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি একেএম সামসুদ্দিন ও রূপালী ব্যাংকের কর্মচারী ইউনিয়ন সিবিএ সভাপতি মোস্তাক আহমেদ এবং সমিতির সাধারন সম্পাদক একেএম মাহামুদুল হাসান টিট প্রমুখ। পরে তাদের বআত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে ভিডিও প্রজেক্টর মাধ্যমে গ্রামটির এই কৃতি সন্তানদের উল্লখযোগ্য নানা অবদানের তুলে ধরা হয়।

বাংলাপোষ্ট

Leave a Reply