থানায় ডায়রী করায়
মামলা সক্রান্ত বিরোধের জের ধরে টঙ্গীবাড়ী থানায় সাধারণ ডায়রী করায় উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের এক পরিবারকে বাড়ি হতে বের করে দিয়েছে সন্ত্রাসীরা। রোববার ডায়রীর বিষয় নিয়ে পুলিশ এলাকায় তদন্তে গেলে তদন্ত করে আসার পরেই ওই পরিবারের সকল সদস্যদের ভয় দেখিয়ে বাড়ি হতে বের করে দেয় ওই সন্ত্রাসীরা।
জানাগেছে, পাইকপাড়া গ্রামের হায়দার গং এর সাথে একই গ্রামের সুজন গংদের মামলা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। এর আগে হায়দার গংরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩০শে জানুয়ারী সুজন এর উপর সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় সুজন মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করলে এর পর হতেই সন্ত্রাসীদের ভয়ে সে আতœগোপন করে । সুজনকে না পেয়ে ওই পরিবারের বাকি ৩ ভাই জাকির, আওলাদ ও সুমনকে হুমকী দামকী দিয়ে আসছিলো হায়দার গংরা। এ ঘটনায় আতœগোপনকারী সুজন বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় ২১ জুলাই একটি সাধারণ ডায়রী যাহার নং ৮০০ করে।
পরে ওই ডায়রীটির বিষয় নিয়ে রোববার বিকেল ৫টায় টঙ্গীবাড়ী থানা পুলিশ তদন্ত করতে আসলে পুলিশ যাওয়ার পরেই ভূক্তিভোগী ৩ পরিবারের ৭ বাচ্চা ও স্ত্রীদের বাড়ি হতে বের করে দেয়। ভুক্তভোগী আওলাদ ও সুমন জানান, আমরা বাড়ির বাইরে কাজে গিয়েছিলাম। আর এ সময় সন্ত্রাসীরা এসে আমাদের স্ত্রী ও সন্তানদের বাড়ি হতে বের করে দেয়। এখোন আমরা আতœীয় স্বজনদের বাড়ি আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে হায়দার এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিক্রমপুর চিত্র
Leave a Reply