দ্বিতীয় দিনের মত বন্ধ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট

বৈরি আবহাওয়ায় পদ্মা উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহি লঞ্চ ও স্পীডবোট চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে। আজ সোমবার শিমুলিয়া ঘাট থেকে এসব ছোট নৌযান ছেড়ে যায়নি এবং কাওড়াকান্দি থেকেও ছেড়ে আসেনি। তবে ডাম্প ফেরিসহ সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ৩টি রো রো সহ ১৪টি ফেরি দিয়ে পারাপার চলছে।

লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পারাপার হচ্ছে। তাই ফেরিতে ভিড় বেশি। শিমুলিয়ায় ২০টি বাস এবং ১শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। কাওড়াকান্দিতেও শতাধিক যান পারাপারের অপেক্ষায়।

শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদীর পানিতে উত্তাল ঢেউ ও তীব্র স্রোত দেখা দেয়। এতে দুর্ঘটনা এড়াতে উভয় ঘাট থেকে লঞ্চ, সিবোট, ট্রলারসহ ছোট ছোট নৌযানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বন্ধ রাখা নৌযানগুলো চালু করা হবে।

বাসস

Leave a Reply