যুবদল নেতাসহ আরও ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এবার যুবদল নেতা আরও ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শনিবার রাতে মুন্সিগঞ্জের সদর ও গজারিয়া উপজেলা থেকে এই ৭ জনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছে থেকে এক হাজার চারশত বড়ি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গত শনিবার রাতে গোয়েন্দা পুলিশ প্রথমে মুক্তারপুর এলাকার কালিখোলা থেকে যুবদল নেতা মো. সাইফুল ইসলাম আরিফকে তিনশত বড়ি ইয়াবাসহ গ্রেপ্তার করে। আরিফ পঞ্চসার ইউনিয়ন যুবদলের সদস্য। এরপর ডিবি পুলিশ রামপাল ইউনিয়নের ধলাগাও বাজার সংলগ্ন এলাকা থেকে ১৩০ টি ইয়াবাসহ মোস্তাফিজুর রহমান ওরফে বনি ও ১৭০ টি ইয়াবা বড়িসহ লিটন দেওয়ানকে গ্রেপ্তার করে। পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া থেকে তিনশত বড়ি ইয়াবাসহ হান্নান শেখকে গ্রেপ্তার করা হয়। এদিকে একই রাতে গজারিয়া উপজেলার চরবাউশিয়া মধ্যম কান্দি থেকে ১২০ টি ইয়াবাসহ মোয়াজ্জেম বেপারী, ১০০ টি ইয়াবাসহ মো. আলমগীর হোসেন ও ৮০ টি ইয়াবাসহ মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, ওইদিন রাতে গোপন সুত্রে খবর পেয়ে পঞ্চসার ইউনিয়নের সরকারপাড়া এলাকার মাদক ব্যবসায়ী শিপনের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের আলমারী থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অভিযান টের পেয়ে শিপন আগেই পালিয়ে যায়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ জানান, এইসব ঘটনায় থানায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে। গতকাল (রোববার) তাদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়।

বিক্রমপুর চিত্র

Leave a Reply