৬৯ মোটরসাইকেল আটক : ১১৫ মামলা

মুন্সিগঞ্জে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। গত বৃহস্পতিবার থেকে তিন দিনে মুন্সিগঞ্জ জেলায় কাগজপত্র বিহিন ৬৯ টি মোটরসাইকেল আটক করা হয়েছে। মামলা করা হয়েছে ১১৫ টি। জেলা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালিত হয়ে আসছে।

এইসব তথ্য দিয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, মাদক ব্যবসাসহ যত অপকর্ম এইসব কাগজপত্র বিহিন মোটর সাইকেল দিয়ে করা হয়। সন্ত্রাস ও মাদক ব্যবসা প্রতিরোধেই এইসব কাগজপত্র বিহিন অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply