শ্রীনগরে যুবলীগ নেতার উপড় সন্ত্রাসী হামলা

আরিফ হোসেন: শ্রীনগরে এক যুবলীগ নেতার উপড় হামলা করেছে সন্ত্রাসীরা। বুধবার দুপুর একটার দিকে উপজেলার ধাইসার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রীনগর-গাদিঘাট সড়কে ভটভটি চালানোকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেড় ধরে শ্যামসিদ্ধি ইউনিয়নের যুবলীগ সভাপতি মো: আলী আকবর শিকদার ( ৪০) এর উপড় এ হামলা হয়। তবে আলী আকবর শিকদারের ভাই জনি দাবী করেন মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার ভাইয়ের উপড় হামলা হয়েছে।

দুপুরে মোটরসাইকেল যোগে ধাইসার এলাকায় আসলে ওই এলাকার রকি, শাহজাহান, নিক্সন, বাবু, সুজন, রাসেল, সাজ্জাদ, মোস্তফা সহ ১৫/২০ জন তার গতিরোধ করে বেধরক মারপিট করে। আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply