দখল: আড়িয়ল বিলের জমি ভূমিদস্যুদের দখলে

শেখ মো. রতন: বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ কাজ বন্ধ ঘোষণার পর থেকে শ্রীনগর উপজেলার আড়িয়ল বিলের বিস্তীর্ণ কৃষিজমি ক্ষমতাসীন দলের প্রভাবশালীরা দখল করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার সাধারণ কৃষকরা পুলিশ-প্রশাসনের কাছে ধরনা দিয়ে কোন পাত্তা না পেয়ে জেলার সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন।

ভুক্তভোগী কৃষকরা জানান, তাদের জমিতে বিভিন্ন হাউজিং কোম্পানির ক্ষমতাসীন দলের দালালদের মাধ্যমে বড় বড় বিলবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এনিয়ে কৃষকদের মাঝে অস্থিরতা বিরাজ করছে।

জমির মালিকরা জানান, বিলের শ্রীনগর-সিরাজদিখান উপজেলার নিমতলা, কুচিয়ামোড়া, শিকারপুর, হাজীগাঁও, কাজিশাল মৌজা এবং শ্রীনগর উপজেলার ষোলঘর মৌজা থেকে আড়িয়ল বিলের মাঝ পর্যন্ত স্বপ্নচূড়া ওলামা সিটি হাউজিং কোম্পানির বিলবোর্ড ঝোলানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, এসব কৃষিজমিতে আমিন মোহাম্মদ গ্রুপ, পদ্মা ফিউচার পার্ক, ডেসটিনি গ্রুপ, চেয়ারফুল সিটি, বিডি হাউজিং, সুখের ঠিকানা, প্রিন্স হাউজিংসহ অসংখ্য হাউজিং কোম্পানির বিলবোর্ড শোভা পাচ্ছে।

এসব জমির মালিকদের একজন শ্রীনগরের হাফিজুল ইসলাম খান জানান, ঢাকার প্রভাবশালী হাউজিং কোম্পানির লোকজন স্থানীয় কৃষকদের জমিতে তাদের কোম্পানির বিলবোর্ড জোর করে স্থাপন করে। প্রতিবাদ করতে গিয়ে প্রাণনাশের হুমকির মুখে পড়তে হচ্ছে।

এদিকে, পুলিশ-প্রশাসনের কাছে সহযোগিতা চাইতে গেলে উল্টো অন্য মামলায় জড়িয়ে জেলহাজতে পাঠানোর ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়া হয়।

কৃষকদের প্রতিনিধি হাফিজুল ইসলাম খান বলেন, কোথায় আজ ‘আড়িয়ল বিল রক্ষা কমিটি’? ওই কমিটির আসল উদ্দেশ্য নিয়ে এখন প্রশ্ন উঠছে।

জেলার সিরাজদিখান উপজেলা প্রশাসন সূত্র জানায়, বছরখানেক আগে কৃষক-মালিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বেশ কয়েকবার অভিযান চালিয়ে এসব বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছিল। এরপরও থেমে নেই বিভিন্ন কোম্পানির বিলবোর্ড স্থাপনের কাজ।

এ প্রসঙ্গে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানারা বেগম জানান, বিষয়টি আমাদের তথা প্রশাসনের নজরে রয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাইজিংবিডি

Leave a Reply