নৌকাডুবি: আরও একজন জীবিত উদ্ধার

মুন্সীগঞ্জের কুমারভোগের কাছে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে; এখনও নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। মাওয়া পুলিশ ফাঁড়ির এস আই ইউনুস আলী জানান, নিখোঁজ তিনজনের মধ্যে জাহাঙ্গীর (২৮) নামে একজন রোববার স্বজনদের কাছে পৌঁছেছেন।

তবে রোববার দুপুর পর্যন্ত সোহেল (২৫) ও জাকির (৩২) নামের দুই শ্রমিকের কোনো খোঁজ মেলেনি।

ফরিদপুরের মদনখালি থেকে মাটিবোঝাই দুটি ইঞ্জিন নৌকা নারায়ণগঞ্জের বক্তবলীর ইটভাটিতে যাওয়ার সময় শনিবার বিকালে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে দুর্ঘটনায় পড়ে।

বৈরী আবহাওয়ার মধ্যে একটি নৌকা উত্তাল পদ্মায় ডুবে যায়। অন্যটিও তলিয়ে যাওয়ার উপক্রম হলেও চালক কোনোক্রমে সেটি তীরে ভেড়াতে সক্ষম হন।

কোস্টগার্ডের একটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদেরও খবর দেওয়া হয়। কিন্তু বৃষ্টি, প্রচণ্ড স্রোত, ঢেউ ও ঝড়ো হাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বরে উদ্ধারকর্মীরা জানান।

দুটি নৌকায় থাকা ৬০ শ্রমিকের মধ্যে রোববার দুপুর পর্যন্ত ৫৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে এস আই ইউনুস জানান।

বিডিনিউজ

Leave a Reply