রাহমান মনি: প্রতি বছরের মতো এবারও জাপান বিএনপি পবিত্র রমজান উপলক্ষে প্রবাসীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে। ১২ জুলাই রোববার টোকিওর আরাকাওয়া সিটির ওকু ফুরেআইকান আয়োজিত ইফতার মাহফিলে সর্বস্তরের প্রবাসীর অংশগ্রহণ জাপান বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করে। প্রাক্তন সভাপতি খান মনিরুল মনি, উপদেষ্টা এমডি এস ইসলাম নান্নু, কাজী আসগর আলীও উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাজনীতিতে আমন্ত্রণ জানানো সত্ত্বেও একে অন্যের আয়োজনে অংশগ্রহণ না করলেও জাপান বিএনপির আমন্ত্রণে আওয়ামী লীগের অংশগ্রহণ দেখে সাধারণ প্রবাসীদের মধ্যেও প্রাণ চাঞ্চল্যতার সৃষ্টি হয়। যদিও ২১ জুন তাবাতাতে বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখা আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি জাপান শাখার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিলেন।
বিএনপি জাপানের এবারের আয়োজনটিও ছিল বেশ গোছানো ও পরিপক্ব এবং পরিপাটি। অন্যান্য যেকোনো বারের চেয়ে এবারের আয়োজনে লোক সমাগমও ঘটেছিল বেশি। বিভিন্ন পেশাজীবী সামাজিক সাংস্কৃতিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জাপান প্রবাসী প্রায় প্রতিটি মিডিয়াকর্মী, বাংলাদেশ থেকে প্রকাশিত মিডিয়ার জাপান প্রতিনিধিগণ অংশ নিয়েছিলেন এবারের আয়োজনে।
rahmanmoni@gmail.com
সাপ্তাহিক
Leave a Reply