মুন্সীগঞ্জের গজারিয়ায় নিষেধ অমান্য করে প্রেম করার অপরাধে নিজের মেয়েকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। আবুল হোসেন নামের ওই বাবাকে আজ বুধবার ভোরে নারায়ণগঞ্জের চাষাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ষোলআনি আদর্শ গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেনের মেয়ে সুমাইয়া আক্তারের (১৫) বস্তাবন্ধী কঙ্কাল পুলিশ উদ্ধার করে চলতি বছরের ১১ ফ্রেব্রুয়ারি। ওই সময় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে
গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলার তদন্ত কর্মকর্তা গজারিয়া থানার গজারিয়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই এবিএমএস দোহা জানান, পুলিশ তদন্তে নেমে জানতে পারে বাবার কথার অবাধ্য হয়ে একই গ্রামের বখাটে রাজিব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অপরাধেই বাবা আবুল হোসেন মেয়ে সুমাইয়াকে হত্যার পর একই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার পুকুরে লাশ গুম করেন। সেই অপরাধে আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
আলোকিত বাংলাদেশ
Leave a Reply