জেলার সিরাজদিখান-বালুচর সড়কে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে অটোরিকশার ধাক্কায় মো. ইমন হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। মো. ইমন হোসেন উপজেলার লতব্দি ইউনিয়নের রামানন্দ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ও রামানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, ইমন তার চাচীর সঙ্গে স্কুল শেষে বাড়ির সামনে একটি অটোরিকশা থেকে নামছিলেন। এ সময় সিরাজদিখান থেকে বালুচরের দিকে যাওয়া অপর একটি অটোরিকশা ইমনকে ধাক্কা দিয়ে চলে যায়।
এ ঘটনার পর ইমনকে সিরাজদিখান হোসনে আরা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা ইমন সুস্থ আছে বলে বাড়িতে নিয়ে যেতে বলেন। বাড়ি আসার পর ইমনের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে তাকে আবার ওই হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলে। সেখানে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দ্য রিপোর্ট
Leave a Reply