স্বাক্ষর জালিয়াতি: পিয়ন নাইম গ্রেফতার

ঢাকার জজকোর্টের বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে আসামি জামিন দেওয়ার ঘটনায় জজ আদালতের পিয়ন শেখ মো. নাইমকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম পুলিশের সহায়তায় তাকে মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়, বিচারকের স্বাক্ষর জাল করে পেশকার মো. মোসলেহ উদ্দিন ভূঁইয়া ও পিয়ন শেখ মো. নাইমের বিরুদ্ধে ৭৬টি মামলার দাগি আসামিদের জামিন দেওয়ার অভিযোগ ওঠে। ওই ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হলে পুলিশ পেশকার মোসলেহ উদ্দিনকে গ্রেফতার করে। পরে ঘটনাটি নিয়ে দুর্নীতি দমন কমিশনও অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় পিয়ন নাইমকে গত রাতে গ্রেফতার করা হয়।

সমকাল

Leave a Reply