আরিফ হোসেন: শ্রীনগরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়িতে যওয়ার পথে ডিবি পরিচয়ে দুই লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার দুপুর একটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের উপজেলার উমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওই গ্রামের বিল্লাল হোসেন (৪৮) শ্রীনগর চকবাজারের ন্যাশনাল ব্যাংকের শাখা থেকে দুপুর বারটার দিকে দুই লাখ টাকা তুলে লেগুনায় চড়ে অন্যান্য যাত্রীদের সাথে তার বাড়ি উমপাড়ার উদ্দেশ্যে রওনা দেয়। তার বাড়ির কাছাকাছি গিয়ে লেগুনা থেকে নামার সাথে সাথে পেছন দিকে থেকে একটি মাইক্রোবাস এসে থামে।
এসময় ডিবি পোশাক ধারী ৬ জন তাকে হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে রওনা হয়। কিছু দূর যাওয়ার পর তারা বিল্লালের কাছ থেকে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে বিল্লাল হোসেন থানায় এসে ঘটনাটি পুলিশকে অবহিত করে। শ্রীনগর থানার এসআই মঞ্জুর মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য এর আগে কয়েকটি জাতীয় দৈনিকে শ্রীনগরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে হ্যান্ডকাফ নিয়ে ঘুরে রেড়াচ্ছে এরা কারা শীর্ষক সংবাদ প্রকাশিত হলেও পুলিশ কোন কার্যকর ভুমিকা নেয়নি।
Leave a Reply