রাজধানীর ওয়ারি থেকে মিজানুর রহমান (৩৪) নামে এক জেলপুলিশকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন তার সহকর্মীরা।
ওয়ারি থানার কাপ্তান বাজার এলাকা থেকে সোমবার দুপুর পৌনে ৩টায় তাকে উদ্ধার করা হয়। তিনি শেরপুর কারাগারে কর্মরত রয়েছেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
ওয়ারি থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সকালে মিজানুর রহমান শেরপুর থেকে বাসে করে তার বাড়ি মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। অজ্ঞানপার্টির খপ্পরে পরে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার কাছে থাকা ব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা। ব্যাগে তার কাপড়, সাড়ে চার হাজার টাকা ও মোবাইল ছিল।
খবর পেয়ে তিনি মিজানুর রহমানকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি করেন বলে জানান এসআই।
ভোরের কাগজ
Leave a Reply