মুন্সীগঞ্জে গর্ভপাতের অভিযোগে এক নারীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন তার স্বামী। রোববার মুন্সীগঞ্জ ৬ নম্বর আমলি আদালতে মামলাটি হয়েছে বলে জানিয়েছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম।
অভিযুক্ত ফরিদা বেগম ঘোলতলী গ্রামের ইউপি সদস্য ফরহাদ মোড়লের মেয়ে। তার স্বামী মামুন হাওলাদারের বাড়ি লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জসিমউদ্দিন মামলাটি গ্রহণ করে লৌহজং উপজেলা সমবায় কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।”
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৭ জানুয়ারি পারিবারিকভাবে বাহরাইনে থাকা অবস্থায় মামুনের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে হয় ফরিদা বেগমের।
বিয়ের দুই বছর পর মামুন দেশে ফিরে এলেও তার স্ত্রী সন্তান নিতে আপত্তি জানিয়ে আসছিলেন। তবে পরবর্তীতে পারিবারিকভাবে ফরিদাকে সন্তান নিতে রাজি করা হয়।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে ঝগড়ার পর ছয় মাসের অন্তঃসত্ত্বা ফরিদা বাবার বাড়ি গিয়ে গর্ভপাত ঘটান।
মামলায় স্ত্রী ফরিদা ছাড়াও গর্ভপাতে সহযোগিতা করার জন্য তার দুই ভাই রকি মোড়ল ও রিকু মোড়লকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ
Leave a Reply