শিক্ষার্থী বেত্রাঘাতে শিক্ষক বরখাস্ত

মুন্সীগঞ্জ পঞ্চসার আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। পঞ্চম শ্রেণির ছাত্র শ্রাবনকে বেত্রাঘাত করায় এই ব্যবস্থা নেয়া হয়। মঙ্গলবার বিদ্যালয়টি পরিদর্শন শেষে সদরের ইউএনও সারাবান তাহুরা জানান, প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দায়ী এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় ক্ষতিগ্রস্ত ছাত্রের অভিভাবকরাও মামলা করেনি। উভয় পক্ষের সাথে বিষয়টি মীমাংসা হয়েছে। তবে বিদ্যায়টির সকল শিক্ষককে সর্তক করা হয়েছে পুনরায় যাতে এমন ঘটনা না ঘটে। ভীতিহীন শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

সদর উপজেলার এই বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির ছাত্র আতিকুর রহমান শ্রাবণকে (১০) সোমবার ক্লাসে উক্ত শিক্ষক এলোপাথারী বেত্রাঘাত করে। ক্লাসের একটি জানালা ঘোলা নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হয়ে এই শিক্ষক মোটা বেত দিয়ে এলোপাথারি পেটায়। এতে ছাত্রের বাম হাত, পিঠ, উরু ও ডান হাতে আঘাতের দাগ পড়ে, রক্ত জমে ফুলে যায়। বিষয়টি অবগত হয়ে এই প্রতিবেদক প্রশাসনকে অবগত করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হয়। শিশুটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন সুস্থ।

জনকন্ঠ

Leave a Reply