শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময়

সেলিনা ইসলাম: মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার আয়োজনে ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের হল রুমে মঙ্গলবার বেলা ১২ টায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মত বিনিময় সভায় আলোচনা করেন, মুন্সীগঞ্জ পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার তার বক্তবে বলেন, পৃথিবীটা যাদের দ্বারা ক্ষতি হবে না, যারা ক্ষতিকারক কাজ করে। কিন্তু যারা দেখে থাকে, দেখে দেখে কিছুই বলে না, তাদের দ্বারাই ক্ষতি হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রীনগর সার্কেল এএসপি মো. সামসুজ্জামান। ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান, বিকেবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান আজিম আল রাজী প্রমুখ।

বাংলাপোষ্ট

Leave a Reply