ফের ভাঙন
দ্বিতীয় দফা ভাঙনে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগে পদ্মা সেতু প্রকল্প এলাকার তিনশ’ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠানের মিকচার মেশিন ও পন্টুনের একটি অংশ ভেঙে নদীতে বিলীন হয়েছে বলে জানিয়েছেন মাওয়া নৌ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ। এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে পদ্মা সেতু প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙন কবলিত এলাকায় পুলিশ সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
বুধবার (২৫ আগস্ট) ভোর থেকে ভাঙন শুরু হয়। ঘণ্টা খানেকের মধ্যে অন্তত তিনশ’ ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যায়।
এর আগে রোববার রাতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন এলাকায় আকস্মিক ভাঙনে বিলীন হয়ে যায় ৪০ ফুট এলাকা।
পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের ভাঙনের সত্যতা নিশ্চিত করে জানান, ভাঙন প্রতিরোধে ঘটনাস্থলে জিও ব্যাগ ফেলা হচ্ছে।
Leave a Reply