পদ্মার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপরে

জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদ সীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ভাগ্যকূল ও মাওয়া পয়েন্টের ওয়ার্ক এ্যাসিস্টেন্ট মোহাম্মদ জয়নাল দ্য রিপোর্টকে জানান, বৃহস্পতিবার সকালে ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে ও মাওয়া পয়েন্টে বিপদসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিনি আরও জানান, নদীর পাড়ের বাড়িগুলোতে পানি ঢুকে পড়েছে। কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে। আরও ৫-১০ সেন্টিমিটার পানি বাড়লে সব বাড়িতে পানি ঢুকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, লৌহজংয়েও পানি বেড়ে নিচু কৃষিজমি তলিয়ে গেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেকুজ্জামান দ্য রিপোর্টকে জানিয়েছেন।

দ্য রিপোর্ট

Leave a Reply