গজারিয়ায় ট্রাকচাপায় নারী নিহত, চালক-হেলপার আটক

জেলার গজারিয়া উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মোহনমালা (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ডে রবিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহনমালা কুমিল্লার মুরাদনগর থানার বাসিন্দা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাজের্ন্ট মো. সাইফুল হোসেন দ্য রিপোর্টকে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী (ঢাকা মেট্রো ট-১৬-৭৪২০) ট্রাকটি মোহনমালাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালক মো. রেজাউল ইসলাম (৪০) ও তার সহযোগী কবির হোসেনকে (২৮) আটক করা হয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply