একদিনে মুন্সীগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত ১২

বন্যায় পানিবাহিত রোগ বাড়ছে
অব্যাহত বর্ষণ ও বন্যার পানিতে মুন্সীগঞ্জে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশুসহ ১২ জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ডায়রিয়া, কাশি ও চর্মরোগে এক সপ্তাহে প্রায় দুই শতাধিক শিশু ও বৃদ্ধ নারী-পুরুষ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা নিয়েছে। প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেয় বলে জরুবি বিভাগ সূত্রে জানা গেছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১১ মাস বয়সী শিশু তাহসান, জান্নাত (৩), মেরাজ (১), নিজামউদ্দিন (৯), রাশিদা (৭), রিতা আক্তার (১৫)), মিনা বেগম (৩২), ইব্রাহিম শেখ (২৯), হাসি বেগম (৫০), সালেহা বেগম (৫২) ও নুর ইসলাম (৬৪) নামের ১২ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা ৬ জন।

জরুরি বিভাগ সূত্র জানায়, ডায়রিয়া ও ঠাণ্ডাজনিত রোগের পাশাপাশি চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। প্রতিদিনই এসব রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সমকাল

Leave a Reply