শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ শোভাযাত্রা

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা বের হয়। মুন্সীগঞ্জ সদর উপজেলার কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দিরে বিভিন্ন মন্দির থেকে র‌্যালী নিয়ে যরো হয়।

বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় আনন্দ শোভা যাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি কেন্দ্রীয় জয়কালী মন্দিও থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে কেন্দীয় জয়কালী মন্দিরে এসে শেষ। এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এড: মৃণাল কান্তি দাশ,জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার,সম্মিলিত সাংস্কীতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দিরের সভাপতি সমর ঘোষ, মুন্সীগঞ্জ হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানাজী, মুন্সীগঞ্জ সাবেক সদর উপজেলার মুক্তীযুদ্ধা কমান্ডার মোহাম্মদ হোসেন বাবুল,অভিজিত দাস ববি,প্রশান্ত কুমার দুলাল প্রমুখ।

এছারা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জয়কালী মাতা মন্দিরে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিডিলাইভ

Leave a Reply