ফেরি : শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু

শেখ মো. রতন: দীর্ঘ ১৮ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার থেকে এ ফেরি চলাচল শুরু হওয়ায় দক্ষিণাঞ্চলের ২৩ জেলার যাত্রী সাধারণের মধ্যে স্বস্তি ফিরেছে।

বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের মেরিন অফিসার আহমেদ আলী জানান, ১৮ দিন পর রোববার থেকে লেংটিং নামের একটি ডাম্প ফেরি নৌরুটে চলাচল শুরু করে। বিকেলে দ্বিতীয় দফায় টাগ জাহাজ আইটি-৩৯৭’র সহযোগিতা নিয়ে ডাম্প ফেরিটি যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে রওনা হয়ে কাওড়াকান্দি ঘাটে পৌঁছেছে।

তিনি আরো জানান, এর আগে কে-টাইপ ফেরি কবরী ও কাকলী নামের দুটি ফেরি যানবাহন পারাপার শুরু করে। এছাড়া নৌরুট বন্ধ থাকলেও ফেরি কুসুমকলি, ক্যামেলিয়া ও মিডিয়াম ফেরি ফরিদপুর জোয়ারের সঙ্গে তাল মিলিয়ে মাঝে মধ্যে চলাচল করত।

নৌরুটের ফেরিবহরে থাকা ১৮টি ফেরির মধ্যে রোববার থেকে ছয়টি ফেরি চলাচল শুরু করেছে বলে মেরিন অফিসার আহমেদ আলী জানিয়েছেন।

রাইজিংবিডি

Leave a Reply