সংসদে ঘোষণা: অভিযোগ প্রমাণিত হলে রাজনীতিই ছাড়বেন সুকুমার

মুন্সীগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, তাঁর বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগের একটিও প্রমাণ করতে পারলে শুধু এমপি পদ নয়, রাজনীতিই ছেড়ে দেবেন তিনি।

সুকুমার রঞ্জন ঘোষ আরো বলেন, তিনি হলুদ সাংবাদিকতা থেকে পরিত্রাণ চান। মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে যেভাবে রাজনীতিকদের চরিত্র হনন করা হচ্ছে, তা বন্ধ না হলে আগামীতে কেউ রাজনীতি করতে পারবে না।

গতকাল সোমবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে একই আলোচনায় অংশ নিয়ে জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী অবিলম্বে প্রাইমারি স্কুলের প্যানেলভুক্ত শিক্ষকদের সরকারি নিয়োগ দেওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষের বিষয়ে বাংলাদেশ প্রতিদিনে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে তিনি বলেন, ‘পত্রিকাটি ধারাবাহিকভাবে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী? প্রতিবাদ পাঠালে এক লাইন ছাপে তো আরো চার লাইন বাড়িয়ে লেখে। আমি এখন কী করব?’ তিনি বলেন, ‘দুটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আমার এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই তারা এমন করছে। তারা চায়, আমি যাতে আমার সম্পদ হারিয়ে আগামীতে নির্বাচন করতে না পারি।’

সুকুমার রঞ্জন ঘোষ বলেন, ‘এই হলুদ সাংবাদিকতা আর কত দিন চলবে? আমি কার কাছে পরিত্রাণ চাইব? এ ধরনের সংবাদ প্রচার করলে আমার সম্মান, ইজ্জত সবই যাবে। আমার স্ত্রী, কন্যারা দেশের বাইরে থাকে। এ সংবাদ পড়লে তাদের মনে প্রশ্ন জাগবে। মেয়ে তার স্বামীর কাছে মুখ দেখাতে পারবে না।’ এসব সংবাদ প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

কালের কন্ঠ

Leave a Reply