অতীশ দীপঙ্করসহ বহু গুণী ব্যক্তির জন্ম : পঙ্কজ শরণ

শেখ মো. রতন: ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিমসহ সব ধর্মের লোক একই সঙ্গে বসবাস করছেন।

বুধবার বেলা সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগনীতে জ্ঞান তাপস অতীশ দীপঙ্করের জন্মভিটায় তার সম্মানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মধ্যে মুন্সীগঞ্জ জেলা নিয়ে গর্ববোধ করতে পারে যেখানে অতীশ দীপঙ্করসহ বহু গুণী ব্যক্তির জন্ম হয়েছে। সেই অতীশ দীঙ্করের জন্মভিটায় জাদুঘর, লাইব্রেরি এবং বিশ্ববিদ্যালয় স্থাপন কাজে ভারত সরকার সাধ্যমত সহযোগিতা করবে।

বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথেরোর সভাপতিত্বে এই আলোচনায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুহ-উল আলম লেনিন, আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রণব কুমার বড়–য়া, পুলিশের প্রাক্তন ডিআইজি পিয়ার বড়ুয়া।ধন্যবাদ জ্ঞাপন করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অর্থ সম্পাদক প্রমথ বড়ুয়া।

উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কুদ্দুস আলী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল হালিম প্রমুখ।

এর আগে ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ অতীশ দীপঙ্করের জন্মভিটা পরিদর্শন করেন।

রাইজিংবিডি

Leave a Reply