এখন মুন্সীগঞ্জেও যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস

শিক্ষার্থীদের আসা-যাওয়ার সুবিধায় মুন্সীগঞ্জ পর্যন্ত একটি বাস চালু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার ক্যাম্পাসে নতুন রুটের বাসটি উদ্বোধন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

উদ্বোধনের পর ৫০ জন শিক্ষার্থী নিয়ে একটি বাস মুন্সীগঞ্জ শহরের হাইস্কুল মোড়ে এসে থামে। সেখানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ফয়সাল বিপ্লব।

মুন্সীগঞ্জ বিক্রমপুর ছাত্রকল্যাণ সমিতির ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের এ বাসটি চলবে ‘ইদ্রাকপুর’ নামে।

বাসটি মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকা থেকে সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়বে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর থেকে বিকাল ৩টা ৪৫ মিনিটে ছাড়বে।

এর আগে বিক্রমপুর নামে একটি বাস মুন্সীগঞ্জের মাওয়া থেকে সকালে ৬টা ৪০ মিনিটে এবং বিশ্ববিদ্যালয় মলচত্বর থেকে বিকাল ৩টা ৪০ মিনিটে ছাড়ত।

বিডিনিউজ

Leave a Reply