মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস বিভাগ। মুন্সীগঞ্জ সদর উপজেলার মৎস্য কর্মকতা মোঃ শাহজাদা খসরু জানান, গোপন সংবাদ পেয়ে সকালে বাংলাবাজার এলাকায় অভিযান চালানো হয়।
সেসময় ২০০ কেজি মা ইলিশ ও ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুনের উপস্থিতিতে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ মাছ বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
একুশে টিভি
Leave a Reply