বাংলাদেশ যখন নারী নেত্রীত্বের সোনালী দিন পার করছে সমগ্র পৃথিবী যখন প্রশংসা করেছে বাংলার নারী নেত্রীত্বের ঠিক তখনই বাংলাদেশে নারীর নির্যাতনের ঘটনা নিছক আলোর নিচে অন্ধকার ছাড়া আর কিছু নয়। প্রতিদিন পত্র,পত্রিকা বা ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা নারী প্রতি সহিংসতার বিভিন্ন চিত্র দেখি,ঘটনাগুলো দূরের কোন অঞ্চলের মুখগুলো আমাদের অপরিচিত তবে আজ আমরা আপনাদের জানাবো আমাদের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া গ্রামের নির্যাতিত এক গৃহবধূর কথা।
নাম শারমিন আক্তার বড় রায়পাড়া গ্রামের দরিদ্র দিনমজুর আব্দুল জালালের মেয়ে। মেয়ের বয়স যখন ১১, সৎ মা আর অভাবের সংসারে দরিদ্র পিতা বাধ্য হয়েই মেয়ের বিয়ে দেন একই গ্রামের রবি উল্লাহর ছেলে মহিউদ্দিনের সাথে। বাল্যবিবাহের স্বীকার শারমিন শশুর বাড়িতে গিয়েই বুঝতে পারলেন সংসার এক যন্ত্রণার নাম। শশুর বাড়ির লোকদের বাজে ব্যবহার আর স্বামীর নির্যাতনে নরকে পরিণত হয় তার সংসার জীবন। মাদকসেবী স্বামী কখনোবা মাতাল হয়ে আবার কখনোও নেশার টাকা জন্য তার উপর চালাত অমানুষিক নির্যাতন। বিয়ের ৪ বছর পর তার কোল আলো করে এলো এক পুত্র সন্তান। নিজের জন্য নয় সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বের হয়ে আসতে চেয়েছিলেন এ নরক থেকে। দুইবার স্বামীকে তালাকও দিয়েছিলেন কিন্তু মাদকসেবী স্বামী এলাকায় প্রভাবশালী হওয়ায় তাকে আবার জোর করে বিয়ে করে। দিন দিন নির্যাতনের মাত্রা আরো বাড়তে থাকে, চলতি মাসের ৪ তারিখ রোববার মাদকসেবী স্বামী নেশার ঘোরে বড় রায়পাড়া সিএনজি স্ট্যান্ডে শতাধিক লোকের সামনে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে, টেনেহিচরে বাসায় নিয়ে তালাবদ্ধ করে রাখে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শরীরে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে নির্যাতিত ঐ গৃহবধূ।
নির্যাতনের স্বীকার গৃহবধূ শারমিন জানায়, দুইবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এটাকে তার ভাগ্য বলে মেনে নিয়েছেন তিনি। খাঁচায় বন্ধী পাখির মত সে যতই ডানা ঝাপটাক এই খাঁচা থেকে সে যে কোনদিন আর বের হতে পারবেনা সে তা জানে।
গজারিয়া নিউজ
Leave a Reply