ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শ্রীনগরে শুরু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হালনাগাদ ভোটারদের ফিঙ্গার প্রিন্টসহ ছবি তোলার কার্যক্রম আজ শুক্রবার সকাল থেকে সংগ্রহের কার্যক্রম চলছে। সকাল থেকে প্রচুর পরিমাণে নারী-পুরুষ ফিঙ্গার প্রিন্টসহ ছবি তোলার জন্য ইউনিয়ন পরিষদে আসতে থাকে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফিঙ্গার প্রিন্টসহ ছবি তোলার কার্যক্রম চলে।

টিমলিডার রিগ্যান সরকার সাংবাদিকদের জানান, ভোটারদের দুই স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে যাদের বয়স ১৮ বসর পূর্ণ হয়েছে তাদের ফিঙ্গারিংসহ ছবি তোলার কার্যক্রম চলছে। আর দ্বিতীয় স্তরে যাদের জন্ম ১ জানুয়ারি ২০০০ তারিখের মধ্যে, তাদের আগামী নভেম্বর মাসের ২১ ও ২২ তারিখ এই দুই দিন ফিঙ্গার প্রিন্টসহ ছবি তোলার কার্যক্রম চলবে।

কুকুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রফিক সরদার জানান, সকাল থেকে ভোটাররা আসতে শুরু করেছে। প্রথম স্তরে একদিন ৪০৯ জন ভোটারের মধ্যে ১৯০ জন পুরুষ ও ২১৯ জন নারী ভোটার রয়েছে। দ্বিতীয় স্তরে আগামী মাসে আরও ৬২৬ জন নারী ও পুরুষ ভোটার তাদের ফিঙ্গার প্রিন্টসহ ছবি তুলতে পারবে। আমরা শান্তিপূর্ণ ভাবে কাজ করছি।

ঢাকাটাইমস

Leave a Reply