পাচারকালে ২ নারী উদ্ধার, আটক লৌহজংয়ের নূর রহমান

বিদেশ নেওয়ার নামে ভারতে পাচারের সময় আজ শনিবার দুই নারীকে উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত পাচারকারী চক্রের সদস্য নুর রহমানকে (৩৬) আটক করা হয়েছে। পরে তাদের কোর্টে চালান দেয়া হয়েছে।

আটককৃত নূর রহমান মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামের জনৈক শামসুর রহমানের পুত্র।

শিবালয় থানা ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, ঢাকার কামরাঙ্গীরচর পূর্বরসুলপুর এলাকার মনির হোসেনের স্ত্রী এক সন্তানের জননী বিউটি বেগম (২১) ও মান্ডা-মুগদা এলাকার আবুল হোসেনের কন্যা ফারজানা আক্তারকে (২০) ঢাকা থেকে কোচযোগে পাটুরিয়াঘাট হয়ে ভারতে নেয়ার পথে আটক করা হয়। উদ্ধারকৃত দু’নারীর জবানবন্দি রেকর্ড ও আটক নূর রহমানের ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে পাঠানো হয়েছে।

নয়াদিগন্ত

Leave a Reply