ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিবি পুলিশ ও মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) ওসি ওহিদুজ্জামান মোল্লা, পুলিশ পরিদর্শক শাহজামান, উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলম, মিজানুর রহমান, চার সন্ত্রাসীসহ ১০ জন আহত হয়েছে। আহত সন্ত্রাসীরা হলো_ মো. সোহেল মিয়া, মো. বিল্লাল হোসেন, মো. ফারুক হোসেন ও মো. সেলিম হোসেন। আহত ৬ জনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকার হান্নান মিয়া বাড়িতে। সন্ত্রাসীদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ মাদক উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, দক্ষিণ কেরানীগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী সোহেল মিয়া তার দলবল নিয়ে আমবাগিচা হান্নান মিয়ার বাড়ির একটি কক্ষে অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করে এমন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) ওসি ওহিদুজ্জামান, পুলিশ পরিদর্শক শাহজামান, উপপরিদর্শক শাহ আলমসহ একটি টিম আমবাগিচা হান্নান মিয়ার বাড়িতে যায়। এ সময় সন্ত্রাসী গ্রুপটি হান্নান মিয়ার বাড়ির একটি কক্ষে অবস্থান করছিল। পুলিশ কক্ষটির সামনে ধাক্কা দিলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছোড়ে। পুলিশ তাদের জীবন রক্ষার জন্য গুলি করে। এক পর্যায় পুলিশ সন্ত্রাসী সোহেল মিয়া, বিল্লাল হোসেন, মো. ফারুক হোসেন ও মো. সেলিম হোসেনকে আটক করে। এ সময় সন্ত্রাসীদের কিছু লোক কক্ষের ভেতর পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। তারা পুলিশের ওপর হামলা চালায়। প্রায় ৩৫ মিনিট পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় এলোপাতাড়ি ফাঁকা গুলিবর্ষণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি পিস্তলসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উপপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেছেন। সন্ত্রাসী সোহেল মিয়ার বাড়ি আমবাগিচা এলাকায়। বিল্লাল হোসেনের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুলিয়া গ্রামে। ফারুক হোসেনের বাড়ি মুন্সীগঞ্জ সদর মাগুহাচি এলাকায় ও সেলিম হোসেনের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকায়।
সমকাল
Leave a Reply