সেলিনা ইসলাম: মুন্সীগঞ্জের সিরাজদিখানে শারদীয় দূর্গাপুজায় প্রতিমা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শত বছরের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের ন্যায় শুক্রবার মধ্যরাতে (সারে ১২ টা) উপজেলার তালতলা বাজারে ইছামতি নদীর তীরে এই অনুষ্ঠান সমাপ্ত হয়। জেলার বিভিন্ন অঞ্চল থেকে এখানে এবার ৮টি প্রতিমা অংশ গ্রহণ করে। যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করেছে মালখানগর ইউনিয়ন পরিষদ ও তালতলা বাজার বনিক সমিতি।
প্রতিযোগিতায় ক’গ্রুপে ১ম হয় মুন্সীগঞ্জ সদরের লক্ষিনারায়ন জিউর মন্দিরের প্রতিমা ও ২য় হয় সিরাজদিখান উপজেলার নয়াগাঁও চন্ডিবর্দি দুর্গমন্দিরের প্রতিমা। খ’ গ্রুপে ১ম হয় টঙ্গিবাড়ি উপজেলার শিলিমপুর দূর্গা মন্দির ও ২য় হয় সিরাজদিখান উপজেলার ফেগুনাসার মা মনশা মন্দিরের দূর্গা প্রতিমা।
বনিক সমিতির সদস্যরা জানান, অন্যান্য বার মতে ৩৫/৪০ টি প্রতিমা যেখানে আসত তা যাতায়াত ব্যবস্থার কারণে নদী খাল শুকিয়ে যাওয়ায় ৮/১০ টিতে নেমে এসেছে। এ প্রতিমা প্রতিযোগিতা উপলক্ষে দশমী মেলা বস্ েতালতলা বাজারে। হাজারো লোকের সমাগম ঘটে এই মেলায়। শত বছরের ঐতিহ্য বহন করে চলছে।
প্রতিমা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন, বাবু অভিজিৎ দাস ববি। বনিক সমিতির সহ সভাপতি শফি ভান্ডারির সভাপতিত্বে ও সুবীর চক্রবর্তির পরিচালনায়, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আনিছুর রহমান, রবিন্দ্র ভাওয়াল, জিল্লুর রহমান, মাসুদ খান, জসিমউদ্দিন, গোলাম মাওলা, ফারুক লস্কর প্রমুখ।
এশিয়াবার্তা
Leave a Reply