মঈনউদ্দিন সুমন: ডা. আজিজুল হক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেশনালে প্রায় দুই হাজার দুস্থ মানুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ডা. দেলোয়ার হোসেনের বাড়িতে ওই চিকিৎসাসেবা দেওয়া হয়।
চক্ষু বিশেষজ্ঞ ডা. মহসিন আলমের নেতৃত্বে মেডিসিন, গাইনি, চর্মসহ আটজন চিকিৎসক চিকিৎসাসেবা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হাওলাদার ভুতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জলিল শিকদার। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হাবিবুর রহমান মাস্টার।
এনটিভি
Leave a Reply