আহত জামালের মৃত্যুঃ গ্রেনেড হামলা

রাজধানীর পুরান ঢাকার হোসেনী দালানের সামনে গ্রেনেড হামলায় আহত জামাল উদ্দিন (৫০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।

জামাল উদ্দিন মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার সিমপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি লালবাগ পোস্তারঢাল এলাকায় থাকতেন। তার কসমেটিকসের ব্যবসা ছিল।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আব্দুল গফুর জানান, জামাল উদ্দিনের মাথায় ক্ষত ছিল।

প্রসঙ্গত, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে হোসেনী দালান চত্বরে পর পর তিনটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় সাজ্জাদ হোসেন সানজু নামে এক কিশোর নিহত হয়। আহত হন শতাধিক। আহতরা ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ভোরের কাগজ

Leave a Reply