আরিফ হোসেন: শ্রীনগরে এক মুদি দেকানীকে শ্বাষরোধ করে হত্যা করা হয়েছে। পুলিশ শনিবার সকাল নয়টার দিকে উপজেলার বালাশুর জমিদার বাড়ী এলাকার একটি কলাবাগান থেকে আলামগীরর বয়াতী (৫৫) নামে ওই ব্যবসায়ীর লাশটি উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত আটটার দিকে বালাসুর বাজারের মুদি ব্যবসায়ী আলমগীর বয়াতী উত্তর বালাসুর নিজ বাড়ীতে ফেরার পথে নিখোজ হয়। সারারাত খোজা খুজির পর সকালে তার বাড়ী থেকে এক কিলোমিটার উত্তরে কলাবাগানে লাশটি দেখতে পেয়ে পুরিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনা স্থল থেকে আলমগীর বয়াতীর সেন্ডেল ও ব্যবহৃত তার পেচানো চার্জার লাইট উদ্ধার করেছে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে প্রথমে অপহরণ ও পরে গলায় ইলেকট্রিক তার পেচিয়ে শ্বাষ রোধ করে হত্যা করে। পারিবারিক সূত্রজানায়, আলমগীর বয়াতীর সাথে এলাকায় কারো শত্রুতা ছিলনা। এঘটনায় শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply