কে. এন. ইসলাম বাবুল: মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলার মধ্যে একমাত্র উপজেলা সিরাজদিখানে প্রাথমিক সমাপনী পরিক্ষায় শতভাগ পরীক্ষার্থীর উপস্থিতি রয়েছে। এবার এ উপজেলায় ১৭০ টি প্রাথমিক বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৭৩৩ জন পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ১২৮ টি ও কেজি স্কুল ৪২ টি, ছাত্র ২ হাজার ৭৮৬ জন ও ছাত্রী ২ হাজার ৯৪৭ জন রয়েছে। উপজেলায় মোট পরীক্ষা কেন্দ্র ২৪ টি।
এছাড়া গতবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী উপস্থিত ছিল। গতবার পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৬৬৭ জন। গতবারের তুলনায় এবার ৬৬ জন পরীক্ষার্থী বেরেছে।
উপজেলা শিক্ষা অফিসার মুঃ বেলায়েত হোসেন নিশ্চিত করে বলেন, জেলার ৬ টি উপজেলার মধ্যে শতভাগ উপস্থিতি রয়েছে এই উপজেলায় পরীক্ষার্থীদের।
এফএনএস
Leave a Reply