সিরাজদিখানে বাংলাদেশ-ভারত কবিতা উৎসব

মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুসুমপুরে সোমবার সকাল-সন্ধ্যা বাংলাদেশ-ভারত কবিতা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বিজয় দিবস উপলক্ষে মাসিক বিক্রমপুরের আয়োজনে টাচিং সোলস ইন্টারন্যাশনালের অর্থায়নে, চাঁদের হাট ও কাওছার স্মৃতি পরিষদের সহযোগিতায় দুই দেশের অর্ধশতাধিক কবি, লেখক, ছড়াকার, গল্পকার, প্রবিন্ধিক, অনুবাদক, পত্রিকার সম্পাদক, শিশু সাহিত্যিকরা অংশ গ্রহণ করেছেন।

এ সময় দুই দেশের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের আলী ইমাম, জাকারিয়া পিন্টু, জাহাঙ্গির ফিরোজ, রোকেয়া ইসলাম, শাহ আলম বাদশা, আল হাফিজ, তাহমিনা কোরাইশি, সৈয়দ আহসান কবির, শাহিদা আশরাফি, ড. মুহম্মদ জমির হোসেন, মাহবুবা ফারুক, ফাহিম ফিরোজ। ভারতের অপূর্ব দত্ত, অলোক বন্দোপাধ্যায়, আব্দুস শুকুর খান, দেবী রায়, নির্মাল্য মুখোপাধ্যায়, পার্থসারথি গায়েন, মনিশংকর রায়, শ্যামল কান্তি দাস, মুকুল মাইতি সত্যপ্রিয় মুখোপাধ্যায়, জ্যোর্তিময় দাশ প্রমুখ।

কবিতা উৎসব আয়োজকদের মধ্যে রয়েছেন সৈয়দ মাহমুদ হাসান মুকুট, কাজী নজরুল ইসলাম বাবুল, আশরাফ ইকবাল, ও নুরুজ্জামান হাওলাদার।

রাইজিংবিডি

Leave a Reply