প্রচারণায় নৌকা এগিয়ে, কোনঠাসা ধানের শীষ

শেখ মো. রতন: মুন্সীগঞ্জ পৌরসভায় প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.ফয়সাল বিপ্লব নৌকা প্রতীকে এগিয়ে আছেন। হামলা-মামলা, ভয়ভীতি আর নানা রকম বাধা-বিপত্তির কারণে কোনঠাসা হয়ে পড়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের এ কে এম ইরাদত মানু। আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র প্রার্থী রেজাউল ইসলাম সংগ্রাম মোবাইল ফোন মার্কা নিয়ে জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন। তবে ইসলামী আন্দোলনের মহিউদ্দিন বেপারীর পক্ষে পোস্টার টানানো ও মাইকিং করা ছাড়া তেমন প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে না।

মুন্সীগঞ্জ পৌরসভায় এবার মেয়র প্রার্থীদের মতো কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় মাঠ সরগরম হয়ে উঠেছে। এই প্রথমবারের মতো বিপুল সংখ্যক প্রার্থী কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন। যার কারণে প্রচারণা ভিন্নমাত্রা পেয়েছে। সকল ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে। বিএনপির কাউন্সিলর প্রার্থীরা ভীতসন্ত্রস্ত হলেও প্রচারণা থেমে নেই। দিন রাত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা। বিভিন্ন দলে বিভক্ত হয়ে ঘরে ঘরে ভোট প্রার্থনা করছেন। একেক প্রার্থীর পক্ষে কয়েকটি করে টিম কাজ করছে। মহল্লায় মহল্লায় চলছে মাইকিং। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে রাস্তাঘাট, পাড়া মহল্লা। শীত মৌসুমে এ নির্বাচন উষ্ণতা বাড়িয়ে দিয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে রয়েছেন ৩৯ জন আর মহিলা সংরক্ষিত দু’টি পদে ভোটের লড়াইয়ে নেমেছেন ৮জন। ইতিমধ্যে মহিলা সংরক্ষিত ১ আসন (১,২,৩) ওয়ার্ডে নার্গিস আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ৪৫,৪২৮ জন। ভোট কেন্দ্র ২৫টি।

মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত হাজী মো. ফয়সাল আহমেদ বিপ্লব (নৌকা), এ কে এম ইরাদত মানু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. মহিউদ্দিন বেপারী (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে আছেন মো. রেজাউল ইসলাম সংগ্রাম (মোবাইল ফোন)।

এলাকার সাধারণ ভোটাররা জানান, বিগত দিনের উন্নয়ন কাজ,সমাজ সেবা, জনদরদি, যোগ্য প্রার্থীদের তারা বেছে নেবেন। আবার ভোট নিয়ে কেউ কেউ শঙ্কিত। কেউ আবার বলছেন, সরকার দলীয় লোক হওয়ায় অনেকে বাড়তি সুবিধা নিতে চাইবেন। কেউ আবার ক্ষমতা, টাকা আর লোকবল দিয়ে জয়ী হওয়ার চেষ্টা করবেন।

জেলা নির্বাচন অফিসার ফয়সাল কাদের জানান, নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য আমাদের যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার নির্বাচন কমিশনের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে। কোথাও কোন ঝামেলা হলে আমরা তাৎক্ষনিক ব্যবস্থা নিচ্ছি।

রাইজিংবিডি

Leave a Reply