মুন্সীগঞ্জের গজারিয়ায় সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় ও অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করতে না দেওয়ায় কলেজে ব্যাপক ভাংচুর করছে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত দফায় দফায় ভাংচুরের ঘটনা ঘটে।
পরে উত্তেজিত শিক্ষার্থীরা ইট পাটকেল ছুরে অধ্যক্ষের রুম ও শ্রেনী কক্ষ ভাংচুর এবং অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ছাত্র ছাত্রীদের উপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গের পর অধ্যক্ষকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়।
ছাত্র ছাত্রীরা জানায়, অধ্যক্ষ ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত টাকা আদায় করছে। আর সকল বিষয়ে কৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছে। আর যারা দুই তিন বিষয়ে ফেল পড়েছেন, তাদেরকে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না। ফলে প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারছে না।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আলীমুর রাজি শীর্ষ নিউজকে বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি শুধু কৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণের সুযোগ দিয়েছেন।
শীর্ষ নিউজ
Leave a Reply