মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আমজাদ আলী তার স্ত্রী মাসুমা আক্তারকে কুপিয়ে নির্মমভাবে খুন করেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে মেহেদী হাসান জানায়, আমার বাবা প্রায়ই নেশাগ্রস্ত হয়ে মাকে মারধর করত। গতকাল নেশা খেয়ে এসে মাকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে।
পুলিশ জানায়, ধারালো বটি দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত কারা হয়েছে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে।
শীর্ষ নিউজ

Leave a Reply