আড়িয়ল বিলের দস্যুদের বিরুদ্ধে নাগরিক সমাবেশ।

আরিফ হোসেন: শ্রীনগরের আড়িয়ল বিলের মটি লুটেরা, চাদাবাজ ও দস্যুদের বিরুদ্ধে নাগরিক সমাবেশ করেছে বিলবাসী। শনিবার বিকাল চারটার দিকে উপজেলার জগন্নাথ পট্রি এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার পাচ শতাধিক নারী পুরুষ অংশ নেয়। বিলবাসীরা তাদের বক্তব্যে আড়িয়ল বিলের মাটি লুটেরা, মাছ ডাকাতি, চাদাবাজ চক্রের মূল হোতা আজিবর-রাসেল ও আলম বাহিনীর ভয়াবহ দস্যুতার চিত্র তুলে ধরেণ। তারা বলেন, গত কয়েক দিনে জগন্নাথ পট্টির আ: রাজ্জাকের ৫টি, রিপন বেপারীর ৪ টি, আ: আজিজের ১ টি, শামসুল হকের ১ টি, আ: রহিম মোল্লার ১ টি, রমজান মোল্লার ১ টি, শেখ সুলতানের ১টি, আ: রাজ্জাকের ২ টি, পূর্ব বাঘরার মো: লিটনের ১টি, আবু আব্দুল্লাহর ৩ টি, মান্নানের ২ টি, নুরুল হকের ২টি, হারুনের ১ টি সহ মোট ২৮টি উচু জমির মটি কেটে বিক্রি করে দেয় দস্যুরা। তাদের ভয়ে অন্যান্য জমির মালিকরাও আতঙ্কে রয়েছে। তাদের ভয়ে কেউ বিলে শীতকালীন সবজি তুলতে সাহস পায়না। আজিবর-রাসেল ও আলম বাহিনীর চাদা মিটাতে পারলেই ফসল তুলে আনা ও ডাঙ্গার মাছ ধরা যায়।

আজিবর-রাসেল ও আলম বাহিনীর সদস্যদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি,চাদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান. ওসি (তদন্ত) মিজানুর রহমান, ভাগ্যকূল ইউনিয়নের চেয়ারম্যান কাজী শাহদাৎ,যুবলীগ নেতা রতন শাহ প্রমূখ। #

Leave a Reply