সিরাজদিখানে বাসচাপায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দ্রুতগামী একটি বাসের চাপায় অজ্ঞাত নামা এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৪ বছর হবে বলে হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের চালতিপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশের এএস আই জাহিদুল জানান, ধারণা করা হচ্ছে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী কোনো গাড়ি এই পথচারীকে চাপা দিয়ে চলে যায়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদেন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস

Leave a Reply