মাদক বিরোধী অভিযান ও প্রচারণা মাস জানুয়ারি ২০১৬ এর অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সভা মাদককে না বলুন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মুন্সীগঞ্জের সার্বিক সহযোগিতায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আব্দুছ ছোবহান, পরিদর্শক মোঃ হোসেন মিয়া, গজারিয়া থানার সেকেন্ড অফিসার ইয়াসিন মুন্সী, ল্যান্সনায়ক মোঃ হালিম, অধ্যাপক মনোজ কুমার রায়, ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল হোসেন সরকার, অভিভাবক সদস্য আব্দুস সালাম, মোহাম্মদ আলী, দাতা সদস্য মোশারফ হোসেন শিকাদর, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।
সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত তারা উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়,ভবেরচর উচ্চ বালিকা বিদ্যালয়,গজারিয়া কলিম উল্লাহ্ ডিগ্রী কলেজে আলোচনা সভা করেন। মাদকের বিষাক্ত ছোবল স¤পর্কে সবাই অভিহিত করা ও গণমুখী প্রচারণা সৃষ্টির লক্ষ্যই তাদের এই আয়োজন বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা ।
বিভিন্ন স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা যাতে মাদকাসক্ত হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে না পরে এবং মাদকের বিষাক্ত ছোবল স¤পর্কে নিজরা সতেচন হয়ে অন্যদেরও সচেতন করতে পারে সেই লক্ষ্যেই তারা গজারিয়ার ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আলোচনা,শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন তারা।
বিডিলাইভ
Leave a Reply