শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা সড়কে অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন আব্দুল আজিজ বেপারী (৫৫) ও তার নাতি মোক্তার হোসেন (৩)।
নড়িয়া থানা পুলিশ ও নিহতের পরিবার জানায়, নিহত আব্দুল আজিজ বেপারীর ছেলের শ্বশুরবাড়ি নড়িয়া উপজেলার মশুরা গ্রামে। ওই গ্রামের জব্বর খন্দকারের বাড়িতে কয়েকদিন আগে পরিবার পরিজন নিয়ে বেড়াতে যান তারা। শুক্রবার সকালে মশুরা থেকে চণ্ডিপুর লঞ্চঘাটে যাওয়ার জন্য অটোবাইকে করে রওনা হন তারা। কিছুদূর যাওয়ার পর তাদের বহনকারী অটোবাইকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত হলে তাদেরকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি দেখে শিশুটিকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুল আজিজ বেপারী মারা যান। তার কিছুক্ষণ পরই সদর হাসপাতালে মারা যায় নিহতের নাতি মোক্তার হোসেন। নিহতরা মুন্সীগঞ্জ জেলার মিরকাদিম পৌরসভার পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।
কালের কন্ঠ
Leave a Reply