বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজে ফরম পূরনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজের ছাত্র-ছাত্রীরা এইচএসসি পরিক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে বিক্ষোভ ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে। বুধবার বিকাল ৪টার দিকে এই কর্মসূচী শুরু হয়। ছড়িয়ে পরে সন্ধ্যা অবদি। এতে টঙ্গীবাড়ী-হাসাইল সড়ক দীর্ঘ সময় অচল হয়ে পরে। পরে টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান কাজি ওয়াহিদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।

কলেজটি ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা আদায় করে আসছিলেন। ছাত্র-ছাত্রীদের ক্ষুব্দ হয়ে উঠে। সম্প্রতি ওই কলেজের ম্যানেজিং কমিটির সভায় সর্বোচ্চ ২ বিষয়ে ফেল করা ছাত্র-ছাত্রীদের ফরম পূরণের ব্যাপারে সিন্ধান্ত হয়। কিন্তু অধ্যক্ষ অধ্যক্ষ নুরুল মোহাম্মদ অতিরিক্ত টাকা নিয়ে অনিয়মের মাধ্যমে ৩ -৪ বিষয়ে ফেল করা ছাত্র-ছাত্রীদের ফরম পূরণের ব্যাবস্থা করে দিচ্ছিলেন। ভূক্তভোগী ছাত্র-ছাত্রীরা জানান, অতিরিক্ত টাকা না দেওয়ায় অধ্যক্ষ ৩-৪ বিষয়ে ফেল করা অন্য ছাত্র-ছাত্রীদের ফরম পূরন করলেও আমাদের ফরম পূরনের সুযোগ দিচ্ছেন না। এ ব্যাপারে ওই কলেজের অধ্যক্ষ নুরুল মোহাম্মদ জানান, ম্যানেজিং কমিটি যার কাছ হতে যত টাকা নিতে বলছে আমরা সেভাবে নিচ্ছি। তবে ম্যানেজিং কমিটির দু’বিষয়ের বেশি ফেল করা ছাত্র-ছাত্রীদের সুযোগ না দেওয়ার বিষয়টি অস্বীকার করে সে জানায় এ ব্যাপারে কোন সিন্ধান্ত হয়নি।

জনকন্ঠ

Leave a Reply