গজারিয়ায় শিক্ষকের বর্বরতার শিকার ছাত্র

মোঃ আমিরুল ইসলাম নয়ন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগে পড়তে না চাওয়ায় নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে আহত করেছে প্রধান শিক্ষক। অপর দিকে একজন জ্যেষ্ঠ শিক্ষককে শাররীকভাবে লাঞ্চিত করে পরিচালনা পর্ষদ কমিটির এক সদস্য।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকালে ৬ষ্ঠ শ্রেণির মেধা যাচাই পরিক্ষার ফলাফলের ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জ্যেষ্ঠ শিক্ষক মো: বদরুল আলামকে শাররীরভাবে লাঞ্চিত করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অবিভাবক সদস্য আ: হান্নান মিয়া। তবে বিষয়টি অস্বীকার করেন আ: হানান।

পক্ষান্তরে একই দিনে দুপুরে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পুরাণবাউশিয়া গ্রামের কামাল মিয়ার ছেলে সজীব মিয়াকে(১৪) বাণিজ্য বিভাগে পড়তে চাওয়ায় বেধরক পিটিয়ে আহত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্দার আব্দুল কাউয়ুম। আহত ছাত্র সজিব গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। উভয় ঘটনায় শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে মৌণ মিছিল করেছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, সজীবকে মানবিক বিভাগ নিতে বলার পর সে তার ইচ্ছে মতো বাণিজ্য বিভাগে পড়তে চাওয়ায় শাসন করা হয়েছে। তুচ্ছ বিষয নিয়ে সদস্য ও শিক্ষকের ভুল বোঝাবুঝি হয়েছিল। যা পরে সমাধা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কল রিসিভ করেননি। তবে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমান হারুন শিকদার জানান, আজকের বিষয়গুলো স¤পর্কে তিনি অবগত নন তবে কমিটির অন্য সদস্যের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফএনএস

Leave a Reply