স্বর্ণসহ গ্রেফতার দুইজন তিনদিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২কেজি স্বর্ণসহ গ্রেফত‍ার দুই আসামিকে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া দুইজন হলেন- মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার মো. আব্দুর রহিম ও নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এল‍াকার মো. রফিকুল ইসলাম।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দরে অবতরণকারী একটি প্লেনের টয়লেট থেকে ১২ কেজি ওজনের ১১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে ঢাকা কাস্টমস কৃর্তপক্ষ।

পরে এ ঘটনায় আটক দুই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়।

ভোরের কাগজ

Leave a Reply